তথ্য-প্রযুক্তি

বিশ্বব্যাপী সার্ভার বিপর্যয়: Canva, Venmo, Amazon সহ জনপ্রিয় অ্যাপ ডাউন

reporter-icon
মুক্তধ্বনি আন্তর্জাতিক ডেস্ক: অনলাইন
অক্টোবর ২০, ২০২৫ | 0

বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী আজ সোমবার (২০ অক্টোবর) হঠাৎ করে লগইন সমস্যায় পড়েছেন, যখন একযোগে Canva, Venmo, Amazon, Snapchat, Roblox, ChatGPT, Fortnite, Duolingo, PayPal, এমনকি McDonald’s অ্যাপসহ অসংখ্য জনপ্রিয় প্ল্যাটফর্মে বড় ধরনের সার্ভার বিভ্রাট দেখা দেয়।

জনপ্রিয় ট্র্যাকিং ওয়েবসাইট Down Detector জানিয়েছে, এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে উঠে এসেছে Amazon-এর ক্লাউড সার্ভিস “AWS” (Amazon Web Services)-এর প্রযুক্তিগত ত্রুটি।

Perplexity-এর সিইও আরাভিন্দ শ্রীনিবাস এক্স (X)-এ এক পোস্টে জানান, “আমাদের সার্ভিস বর্তমানে ডাউন রয়েছে। এর মূল কারণ AWS-এর ত্রুটি। আমরা সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।”

AWS-এর স্ট্যাটাস ড্যাশবোর্ডে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের US-EAST-1 রিজিয়নে বর্তমানে বাড়তি ত্রুটি হার (error rate) ও বিলম্ব (latency) দেখা যাচ্ছে। যদিও সমস্যা দ্রুতই অন্যান্য অঞ্চলকেও প্রভাবিত করছে।

AWS প্রথম এই সমস্যার খবর দেয় স্থানীয় সময় ভোর ৩টা ১১ মিনিটে (ET) এবং জানায়, তারা সমস্যার মূল কারণ অনুসন্ধান ও সমাধানে কাজ করছে। তবে এখন পর্যন্ত পূর্ণ পুনরুদ্ধারের (full restoration) কোনো সময়সীমা জানানো হয়নি।

উল্লেখযোগ্যভাবে, AWS-এর এই অঞ্চলে পূর্বেও ২০২০, ২০২১ এবং ২০২৩ সালে অনুরূপ বিভ্রাট দেখা গিয়েছিল, যা তখনও বিশ্বব্যাপী বিভিন্ন অ্যাপ ও সাইটকে প্রভাবিত করেছিল।

সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি?

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৯২৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে কানিজ নাহার দিপা জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ। প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? উত্তর : না দোয়ার জন্য আলাদা কোনো মাহফিল নেই। এটা আসবে কেন? আমরা একটা জায়গা থেকে বাঁচার জন্য আরেকটি কাজ করছি। কিন্তু সেই কাজটি ভুল করে আরও বড় ভুলের সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের সমাজে একটি প্রথা একেবারে ছেয়ে গেছে। যেমন—একজন মারা গেলে তার জন্য মিলাদ-মাহফিল করা কিংবা কূলখানি করা। কিন্তু এগুলো সবই বেদআতি কাজ। এগুলো সঠিক কাজ নয়। অনেকে মনে করছে, দোয়া-মাহফিল করা যেতে পারে। কিন্তু সেটা একদমই নয়। এসব ইসলামে অনুমোদন দেয়নি। এইগুলো পুরোটাই বেদআত। মানুষ চাইলে যে কোনো সময় কিংবা যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারবেন। দোয়ার সঙ্গে মাহফিল কিংবা আলাদা কোনো ধরনের অনুষ্ঠান ঘোষণা করা জায়েজ নেই। আশা করি, আপনি বুঝতে পেরেছেন।

নবী মুহাম্মদ (সাঃ) - নিষ্পাপ চরিত্রের একটি উজ্জ্বল উদাহরণ

তিনি ছিলেন মানবজাতির আদর্শ। তিনি অত্যন্ত উদার ও বিনয়ী ছিলেন। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং একজন সাহসী যোদ্ধা। এছাড়াও তিনি একজন দক্ষ প্রশাসক, একজন দক্ষ রাষ্ট্রনায়ক এবং একজন সফল প্রচারক ছিলেন। তিনিই উত্তম চরিত্র ও উদারতার একমাত্র উৎস। তিনি সকলের আদর্শহীন এবং প্রিয় ব্যক্তিত্ব। যার প্রেমে, দুনিয়া মাতাল। তিনি আমার আদর্শ, তিনি আমার নেতা। তিনি আমার নবী, আমাদের নবী এবং সকলের নবী। তিনি হলেন হযরত মুহাম্মদ (সা.) তিনি সর্বোত্তম আদর্শ। সমস্ত মানবজাতির জন্য করুণা। অন্ধকারে নিমজ্জিত বিশ্বের মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে। তার অসাধারণ চরিত্র, মাধুর্য এবং অতুলনীয় ব্যক্তিত্ব সবাইকে অবাক করেছে। মুমিনের চঞ্চল হৃদয় তাকে এক নজর দেখার জন্য আকুল হয়ে থাকে। কবি কাজী নজরুল বলেছেন: “বিচ্ছেদের রাত ছিল একাকার কান্নার ভোর; আমার মনে শান্তি নেই, আমি কাঁদছি। হে মদিনাবাসীর প্রেমিক, আমার হাত ধর।" তার নিষ্কলুষ চরিত্রের স্বীকৃতি দিয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, "তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।" (সূরা আল-আহজাব, আয়াত 21)। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ কিছু লোক সেই নবীর সম্মানকে অবমাননা করছে। হৃদয় ভেঙ্গে যায়। আমাদের ক্ষমা করুন, হে নবী! তিনি তার অবিস্মরণীয় ক্ষমা, উদারতা, সততা, নম্রতা প্রভৃতির বিরল মুগ্ধতা দিয়ে বর্বর আরব জাতির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এজন্য তারা তাকে ‘আল-আমিন’ উপাধিতে ভূষিত করেন। তারা সর্বসম্মতিক্রমে স্বীকার করেছিল যে তিনি নম্র এবং গুণী ছিলেন। টাকা দিয়ে নয়, ভালো ব্যবহার দিয়ে তিনি বিশ্ববাসীকে জয় করেছেন। আল্লাহ তাঁর গুণাবলী সম্পর্কে কুরআনে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই তুমি মহৎ চরিত্রের অধিকারী।’ (সূরা আল কালাম, আয়াত ৪)। তিনি কখনো মানুষকে তুচ্ছ করেননি। আত্মসম্মানবোধে তিনি কাউকে তুচ্ছ মনে করেননি। তিনি বিশ্বের হৃদয়ে উচ্চতর চরিত্রের একটি অনুপম মানদণ্ড স্থাপন করেছেন। নম্রতা তার চরিত্রে সর্বদা উপস্থিত ছিল। পৃথিবীর মানবতার কল্যাণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল শ্রেষ্ঠ আদর্শের বাস্তবায়নকারী ও প্রশিক্ষক হিসেবে। এ প্রসঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাকে আমার উত্তম চরিত্র পূর্ণ করার জন্য প্রেরিত করা হয়েছে।’ (মুসনাদে আহমদ, মিশকাত) ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী এবং আচার-আচরণে অত্যন্ত বিনয়ী। দুর্বল ব্যক্তিকে কড়া কথায় আঘাত করবেন না। তিনি কোন মানুষকে তার সাধ্যের বাইরে অসাধ্য সাধন করতে বাধ্য করেননি। গরিব-অসহায় মানুষের সঙ্গে মেলামেশা করতেন। তিনি লোকদেরকে তাদের আচরণে অপ্রয়োজনীয় রাগ ও রাগ থেকে সর্বদা বিরত থাকার উপদেশ দিতেন এবং মানুষকে সতর্ক করে দিয়েছিলেন, “যে বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করে দেন এবং যে অহংকারী হয়, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন।” (মিশকাত) কাফেররাও তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সদয় ও নম্র আচরণ পেয়েছিল। তার অনুসারীরা তাকে উচ্চ সম্মানের সাথে ধরেছিল কারণ তিনি খুব নমনীয় এবং নম্র ছিলেন। হজরত আয়েশা (রা.) তার ভদ্র আচার-আচরণ সম্পর্কে বলেন, ‘নবী (সা.) রূঢ় বক্তা ছিলেন না, প্রয়োজনের সময়ও তিনি কঠোর ভাষা ব্যবহার করতেন না। প্রতিহিংসা তার সাথে ছিল না মোটেও। মন্দের বিনিময়ে ভালোই করেছেন। সব ক্ষেত্রেই তিনি ক্ষমা পছন্দ করতেন। তিনি লোকদেরকে উপদেশ দিয়েছিলেন, “আল্লাহর ইবাদত কর, করুণাময় প্রভু, ক্ষুধার্তকে খাবার দাও, সালাম দাও এবং এসব কাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ কর। তিনি উত্তর দিলেন, "ক্ষুধার্তকে খাওয়ানো এবং অপরিচিত সকলকে সালাম করা।" (বুখারী ও মুসলিম)। মহানবী (সা.)-এর মর্যাদাকে সম্মান করা মুসলমানদের ধর্মীয় কর্তব্য এবং প্রত্যেক মুসলমানের ঈমানের মৌলিক অংশ।

শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে?

মাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৩৩৪তম পর্বে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত কমে যাবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া। প্রশ্ন : নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে? উত্তর : নিয়ামতের শুকরিয়া আদায় না করা কুফরি। এটা বড় কুফরি না, ছোট কুফরি। যদি আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে থাকেন, তাহলে তাঁরা কুফরি কাজ করে থাকলেন। এ জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, ‘তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সঙ্গে কুফরি করো না।’ আল্লাহ যে নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন, আল্লাহর নিয়ামত লাভ করে সুন্দর জীবনযাপন করা, এটা যদি কেউ আল্লাহর কাছে সত্যিকার অর্থে তুলে ধরতে না পারে, তাহলে সে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করলেন না, কুফরি করলেন। এই জন্য আল্লাহ সুরা দোহার শেষ আয়াতে বলেছেন, ‘তুমি তোমার রবের নিয়ামত প্রকাশ করো। কারণ, তোমার কাছে যখন নিয়ামত আসছে, তখন আল্লাহ পছন্দ করেন যে তুমি আল্লাহর এই নিয়ামতের বিষয়টি তুলে ধরবে।’ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন। আল্লাহ নিয়ামতকে বান্দার কাছে তুলে ধরার জন্য বলেছেন, বহিঃপ্রকাশ করার জন্য বলেছেন। বহিঃপ্রকাশ দুই ধরনের হতে পারে। একটি হলো নিয়ামতের ব্যবহারের মাধ্যমে বহিঃপ্রকাশ করা। দ্বিতীয়ত, নিয়ামতের বিষয়টি হলো মানুষের কাছে নিয়ামত তুলে ধরবে। যাতে করে আল্লাহর প্রশংসা প্রকাশ পায়। নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় না করেন, তাহলে কুফরি হবে। আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করে থাক, তাহলে আমি আরো বৃদ্ধি করে দেব। বান্দারা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহ আরো নিয়ামত দিয়ে সমৃদ্ধ করে দেন। আর যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, তাহলে আল্লাহ নিয়ামত কমিয়ে দেবেন এবং সেইসঙ্গে আরেকটি কঠিন বাণী আল্লাহ বলেছেন, ‘জেনে রাখো আল্লাহর কঠিন আজাবও তোমাদের জন্য অবধারিত থাকবে।’ নিয়ামতের শুকরিয়া শুধু মুখে আদায় করা যথেষ্ট নয়। কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর শুকরিয়া আমলের মাধ্যমে আদায় করো।’ সুতরাং বান্দারা শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা হলো শুকরিয়ার সর্বোচ্চ স্তর।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা: চ্যাটজিপিটি বনাম ডিপসিক?

র্তমান প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ওপেনএআই-এর চ্যাটজিপিটি ও চীনের ডিপসিকের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা শুধু প্রযুক্তিগত দক্ষতার নয়, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চ্যাটজিপিটি দীর্ঘদিন ধরে ব্লগ লেখা, গবেষণা, প্রোগ্রামিংসহ নানান কাজে অপরিহার্য টুল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি চীনের তৈরি ডিপসিক এআই জগতে নতুন আলোড়ন তুলেছে। তারা দাবি করছে, তুলনামূলক কম চিপ ব্যবহার করেই অত্যাধুনিক এআই সেবা দেওয়া সম্ভব, যেখানে ওপেনএআই-এর বিশাল মডেলগুলোর জন্য ১৬,০০০ বা তারও বেশি চিপ প্রয়োজন হয়, সেখানে মাত্র ২০০০ চিপ দিয়ে ডিপসিক কার্যকরভাবে কাজ করতে সক্ষম। দুই প্ল্যাটফর্মের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ✅ চ্যাটজিপিটি: বিস্তৃত বিশ্লেষণ ও গভীর গবেষণা উপস্থাপন করতে পারে, যা একাডেমিক ও জটিল সমস্যার সমাধানে সহায়ক। ✅ ডিপসিক: দ্রুত এবং সংক্ষিপ্ত উত্তর দিতে পারে, যা তাৎক্ষণিক ফলাফল প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য উপযোগী। লেখালেখির ক্ষেত্রে চ্যাটজিপিটি কেবল ধারণা ও প্লটের কাঠামো গড়ে তোলে, যেখানে ডিপসিক প্রায় পুরো গল্প তৈরি করে দিতে পারে। একইভাবে, কোডিংয়ের ক্ষেত্রেও ডিপসিক কিছু ক্ষেত্রে দ্রুত সমাধান দিতে পারে বলে অনেকে মনে করছেন। ডিপসিকের বিরুদ্ধে ব্যবহারকারীর গোপনীয়তা সংরক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের সরকার ইতোমধ্যেই ডিপসিকের ডেটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওপেনএআই নিজেও অতীতে অনুমতি ছাড়া মানুষের লেখা ডেটা প্রশিক্ষণের জন্য ব্যবহারের অভিযোগের মুখে পড়েছিল, যা এখন ডিপসিকের বিরুদ্ধে উঠছে। ডিপসিকের সাফল্যের ফলে এআই চিপের বাজারেও বড় প্রভাব পড়েছে। এনভিডিয়া, যারা উন্নত চিপ তৈরিতে বিশ্বব্যাপী অগ্রগণ্য, তাদের শেয়ারের মূল্য একদিনে প্রায় ১৭% কমে গেছে। কারণ, কম শক্তিশালী হার্ডওয়্যারেও কার্যকর এআই সম্ভব হলে উচ্চমূল্যের উন্নত চিপের বাজার চ্যালেঞ্জের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা নতুন কিছু নয়, তবে ডিপসিকের উদ্ভাবন নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চীনে উন্নত চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কম খরচে ভালো এআই তৈরি হলে মার্কিন প্রযুক্তি খাতেরও লাভ হতে পারে। এই প্রতিযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎকে আরও উন্নত ও বহুমাত্রিক করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে দ্রুত এবং সাশ্রয়ী সমাধান দরকার, সেখানে হয়তো ডিপসিক এগিয়ে থাকবে, আর যেখানে গবেষণা ও জটিল বিশ্লেষণের প্রয়োজন, সেখানে চ্যাটজিপিটির মতো বৃহৎ মডেলগুলো প্রাধান্য পাবে। শেষ পর্যন্ত, এই প্রতিযোগিতাই হয়তো এআই প্রযুক্তিকে আরও দক্ষ, নিরাপদ এবং সাশ্রয়ী করবে।

তথ্য-প্রযুক্তি

আরও পড়ুন
বাংলাদেশে প্রথম সরকারি MVNO সিম আনছে বিটিসিএল

বাংলাদেশে প্রথম সরকারি MVNO সিম আনছে বিটিসিএল টেলিকম খাতে নতুন যুগের সূচনা কম দামে ইন্টারনেট ও কল সুবিধার প্রতিশ্রুতি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্ত উন্মোচনের পথে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি সরকারি Mobile Virtual Network Operator (MVNO) সিম চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি যা গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও বহুমুখী ডিজিটাল সেবার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।MVNO হলো এমন একটি মোবাইল অপারেটর ব্যবস্থা যেখানে নিজস্ব টাওয়ার বা অবকাঠামো না থাকলেও বিদ্যমান মোবাইল নেটওয়ার্ক অপারেটরের (যেমন টেলিটক) নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের মোবাইল সেবা প্রদান করা হয়। বিটিসিএল এই মডেলের মাধ্যমে স্বল্প খরচে উন্নত সেবা পৌঁছে দিতে চায়।কম দামে ইন্টারনেট ও কল সুবিধা বিটিসিএল MVNO সিমের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অত্যন্ত সাশ্রয়ী মূল্য কাঠামো। প্রাথমিক তথ্য অনুযায়ী, মাত্র ১৮ টাকায় ১ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা বর্তমানে দেশের টেলিকম বাজারে অন্যতম সর্বনিম্ন মূল্য হিসেবে বিবেচিত হতে পারে।ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবার পরিকল্পনাএকটি মাত্র সিমের মাধ্যমেই গ্রাহকদের জন্য একাধিক সেবা একত্রে দেওয়ার পরিকল্পনা করেছে বিটিসিএল। এসব সেবার মধ্যে রয়েছে— ভয়েস কল সুবিধা উচ্চগতির মোবাইল ডেটা আলাপ অ্যাপের মাধ্যমে ইন্টারনেটভিত্তিক ও সাধারণ কলের সমন্বিত সুবিধা বিভিন্ন OTT প্ল্যাটফর্ম ও ডিজিটাল কনটেন্ট সাবস্ক্রিপশনএতে করে গ্রাহকরা একই সঙ্গে যোগাযোগ ইন্টারনেট ও বিনোদনের সুবিধা পেতে পারবেন।আনলিমিটেড কল ও ডেটা প্যাকেজ বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে নির্দিষ্ট শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল ও ডেটা প্যাকেজ চালুর পরিকল্পনাও রয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ফ্রিল্যান্সার ও পেশাজীবীদের কথা মাথায় রেখে এসব প্যাকেজ ডিজাইন করা হচ্ছে। ডিজিটাল বৈষম্য কমাতে সরকারি উদ্যোগ সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিটিসিএল MVNO সিমের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সুলভ মূল্যে স্মার্ট কানেক্টিভিটি পৌঁছে দিতে চায়। এতে করে ডিজিটাল ডিভাইড কমানো এবং প্রযুক্তিনির্ভর সেবায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।অবকাঠামো ছাড়াই আধুনিক সেবানিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো না থাকায় বিশাল রক্ষণাবেক্ষণ ব্যয়ের প্রয়োজন পড়বে না। ফলে বিদ্যমান অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে কম খরচে উন্নত সেবা প্রদান সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিটিসিএল জানিয়েছে খুব শিগগিরই MVNO সিমের প্যাকেজ শর্তাবলি ও প্রাপ্তিস্থান সম্পর্কে বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

জানুয়ারী ১৬, ২০২৬ 0

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

ভিও-ওয়াই-ফাই চালু করলেও টেলিটক এখনও পিছিয়ে

সিমের অপব্যবহার রোধে কঠোর সরকার: একজনের নামে ৫টির বেশি সিম নয়

বাসাইল রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদকদের বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ

বাসাইল রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদকদের বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ। বাসাইল রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীরউত্তম)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবীরের বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।এ সময় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের চেতনা, সৎ সাংবাদিকতা ও সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন,সত্য, ন্যায় ও মানুষের অধিকারের পক্ষে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভীকভাবে কাজ করলে সমাজ উপকৃত হবে। সাক্ষাৎকালে কমিটির সদস্যরা বঙ্গবীরের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতে তার দিকনির্দেশনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধভিত্তিক সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডিসেম্বর ১০, ২০২৫ 0

সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ: ব্যবসায়ীদের ঘোষিত আল্টিমেটাম

মানুষের নাকে যখন পরজীবীর বাস- দেখুন বিজ্ঞান কী বলে!

সঞ্চয়পত্র–প্রাইজবন্ড বিক্রি ও নোট বিনিময় চলবে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত

অবৈধ ও অনিবন্ধিত মোবাইল বন্ধ: ব্যবহৃত সব ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের ঘোষণা বিটিআরসির
অবৈধ ও অনিবন্ধিত মোবাইল বন্ধ: ব্যবহৃত সব ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের ঘোষণা বিটিআরসির

১৬ ডিসেম্বর থেকে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল বন্ধ: ব্যবহৃত সব ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের ঘোষণা বিটিআরসির দেশের বাজারে অবৈধভাবে প্রবেশ করা ও অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানটি আগেই জানিয়েছিল, আগামী ১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট আর নেটওয়ার্কে চালু করা যাবে না। তবে ইতোমধ্যে ব্যবহৃত অনিবন্ধিত হ্যান্ডসেট ব্যবহারকারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ স্বস্তির খবর। ১৬ ডিসেম্বরের আগেই স্বয়ংক্রিয় নিবন্ধন রবিবার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, ১৬ ডিসেম্বরের আগে দেশের যেকোনো মোবাইল নেটওয়ার্কে সক্রিয়ভাবে ব্যবহৃত সব ধরনের হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন (Auto Registration) করা হবে। এর ফলে গ্রাহকদের আলাদা করে কোনো তথ্য পাঠানো বা নিবন্ধন করতে হবে না। যেসব ফোন ইতোমধ্যে নেটওয়ার্কে যুক্ত হয়েছে, সেগুলোই এই সুযোগের আওতায় আসবে। কোন কোন মোবাইল বন্ধ হয়ে যাবে? বিটিআরসি জানায়, যে মোবাইল হ্যান্ডসেট কখনোই দেশের নেটওয়ার্কে যুক্ত হয়নি, অবৈধভাবে আনা এবং এনআইআইআর (NEIR) সিস্টেমে যাদের কোন তথ্য নেই, এবং ১৬ ডিসেম্বরের পর নতুনভাবে নেটওয়ার্কে যুক্ত করার চেষ্টা করা অনিবন্ধিত ডিভাইস— এগুলো আর কোনোভাবেই নেটওয়ার্কে চালু করা যাবে না। ব্যবহারকারীর স্বার্থে স্বয়ংক্রিয় নিবন্ধন বিটিআরসি বলেছে, গ্রাহকদের ভোগান্তি এড়াতে ও দেশে বৈধ মোবাইল আমদানি নিশ্চিত করতে এই স্বয়ংক্রিয় নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সংস্থাটি স্পষ্ট করে জানায়, চলমান নিবন্ধনযোগ্য কোনো মোবাইল হঠাৎ বন্ধ হবে না। স্বাভাবিকভাবে ব্যবহারযোগ্য অবস্থায় থাকা ডিভাইসগুলোই স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। কেন এই উদ্যোগ? টিআরসির ভাষ্য অনুযায়ী— অবৈধ ও চোরাই মোবাইল আমদানি প্রতিরোধ, সরকারের রাজস্ব ক্ষতি কমানো, গ্রাহকের নিরাপত্তা ও ডিভাইস ট্র্যাকিং সক্ষমতা বৃদ্ধি, এবং বৈধ ব্যবসায়ীদের সুরক্ষা প্রদানের অংশ হিসেবেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এনইআইআর (NEIR) সিস্টেম কী? বাংলাদেশে ব্যবহৃত প্রতিটি ফোনের আইএমইআই (IMEI) নম্বর রেকর্ড করে বৈধতা যাচাইয়ের জন্য বিটিআরসি এনইআইআর—ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার—সিস্টেম চালু করেছে। এ সিস্টেমের মাধ্যমে: কোন ডিভাইস বৈধ, কোনটি আমদানি করা হয়েছে, কোনগুলো চুরি বা হারানো, এবং কোনগুলো অবৈধভাবে নেটওয়ার্কে আছে—সব তথ্য রাখা হয়। গ্রাহকদের জন্য বিটিআরসির পরামর্শ বিটিআরসি নাগরিকদের পরামর্শ দিয়েছে— কোনো ফোন ১৬ ডিসেম্বরের আগে অন্তত একবার যেকোনো মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত করে ব্যবহার করতে, নতুন ফোন কেনার সময় অবশ্যই বৈধ আমদানি নথিপত্র পরীক্ষা করতে, এবং * *#06# ডায়াল করে আইএমইআই মিলিয়ে দেখতে। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে বন্ধ হয়ে যাবে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট—এমন ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে চলমান প্রক্রিয়ায় ইতোমধ্যে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছে সংস্থাটি। রবিবার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, ১৬ ডিসেম্বরের আগে দেশের যেসব মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত হচ্ছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। ফলে ব্যবহারকারীদের অতিরিক্ত কোনো ঝামেলায় পড়তে হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে আমদানি করা ও নেটওয়ার্কে আগে কখনো যুক্ত হয়নি—এমন হ্যান্ডসেটগুলো ১৬ ডিসেম্বরের পর থেকে নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। তবে বর্তমানে ব্যবহৃত অনিবন্ধিত ডিভাইসগুলো নেটওয়ার্কে যুক্ত থাকায় তা স্বয়ংক্রিয় নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আসবে। বিটিআরসি জানায়, দেশে বৈধভাবে আমদানি নিশ্চিত করা, কর ফাঁকি রোধ করা এবং নিরাপদ নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংস্থাটি গ্রাহকদের আশ্বস্ত করে জানায়, বর্তমানে ব্যবহারযোগ্য কোনো মোবাইল ফোন হঠাৎ বন্ধ হয়ে যাবে না, বরং নির্ধারিত সময়ের মধ্যে তা নিজে থেকেই নিবন্ধিত হবে। দেশে মোবাইল হ্যান্ডসেটের বৈধ আমদানি উৎসাহিত করা এবং কালোবাজারি প্রতিরোধে এনইআইআর (NEIR) সিস্টেম চালুর অংশ হিসেবে কয়েক মাস ধরেই নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে বিটিআরসি।

নভেম্বর ১৬, ২০২৫ 0

বিশ্বব্যাপী সার্ভার বিপর্যয়: Canva, Venmo, Amazon সহ জনপ্রিয় অ্যাপ ডাউন

মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”–এ প্রথম রানার্সআপ আদ্রিজা আফরিন সিনথিয়া

মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”–এ প্রথম রানার্সআপ আদ্রিজা আফরিন সিনথিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা: চ্যাটজিপিটি বনাম ডিপসিক?

0 মন্তব্য