কুমিল্লা শহর যানজট মুক্ত করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত কুমিল্লা জেলা পুলিশ

আজ দুপুরে কুমিল্লা শহরের যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কোতোয়ালি থানা পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন এর দিক নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনর্চাজ মহিনুল ইসলাম-এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ওসি মহিনুল ইসলাম জানান, পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন এর নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।  এ বিষয়ে কুমিল্লার এসপি নাজির আহম্মেদ খাঁন বলেন, কুমিল্লা শহরকে যানজট মুক্ত করে জনজীবনকে স্বাভাবিক করতে ফুটপাত উচ্ছেদ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে

মুক্তধ্বনি ডেক্স অক্টোবর ১৫, ২০২৫ 0
দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

মাদক বিক্রি করে যারা - সমাজ ও দেশের শত্রু তারা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সেচ্ছাসেবক দল দুর্গাপুর ইউনিয়নের আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায়, মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সীমান্তবর্তী ফান্দা বাজার এলাকায় সর্বস্তরের অংশগ্রহনে মাদক বিরোধী এ কর্মসূচি পালিত হয়।  উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল ইসলামের এর সঞ্চালনায়, ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সহ:সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন। এছাড়া বিএনপি ও তার অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, স্থানীয় ছাত্র-শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, বাজারের ব্যবসায়ী সহ সকলেই মাদকবিরোধী মানববন্ধনে অংশনেন। বক্তারা বলেন, মাদক আজ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  

মুক্তধ্বনি ডেক্স অক্টোবর ১৫, ২০২৫ 0
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ ভাই-বোনের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বোনের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার ৯ অক্টোবর একই হাসপাতালে ছোট ভাইয়ের মৃত্যু হয়। এর আগে, ১ অক্টোর রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ণ রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার ভাড়া বাসায় এ বিস্ফোরণ হয়। এতে দুই শিশুসহ একই পরিবারের ৪জন আহত হয়।   নিহত দুই শিশুর বাবা কুমোদ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১ অক্টোবর রাত ৮টার দিকে পরিবারের সবাই দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ ঘরের মধ্যে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণে বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমি, আমার স্ত্রী সবিতা রানী নাথ, ছেলে-মেয়েসহ চারজন দগ্ধ হই। তাদের মধ্যে বড় মেয়ে মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্যের (৪) শরীরের  ৪০শতাংশ দগ্ধ হয়েছিল। আমরা স্বামী-স্ত্রী ২০ শতাংশের নিচে দগ্ধ হয়েছি। একই দিন রাতে ঐর্দিকা ও তূর্যকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তুর্যের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। অবশেষে গত তিন দিন আগে বড় মেয়ে ঐর্দিকাকে আইসিইউতে রাখা হয়। আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।   এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে

মুক্তধ্বনি ডেক্স অক্টোবর ১১, ২০২৫ 0
কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ১০

টাঙ্গাইলের কালি হাতীতে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাংড়া এলাকায়। নিহত শ্রমিকরা হলেন, কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার এক জনের নাম মুক্তার আলী আরেক জনের নাম জানাযায়নি । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল নির্মাণ শ্রমিক কাজ শেষে ঘুনি সালেঙ্গা এলাকা থেকে পিকআপভ্যানে করে এলেঙ্গার দিকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে ১২ শ্রমিককে উদ্ধার করে  টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুক্তধ্বনি ডেক্স অক্টোবর ৭, ২০২৫ 0
ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় সুস্থ হয়ে বাড়ি ফিরলো রাশিদ

ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় সুস্থ হয়ে বাড়ি ফিরলো রাশিদ মিয়া আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া গ্রামের রাশিদ মিয়া গ্যাংগ্রিন রোগে আক্রান্ত ছিলো দীর্ঘদিন যাবত। টাকার অভাবে চিকিৎসা না করাতে পারায় পায়ে ধরেছিল পচন । অবেশেষে বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে বিষয়টি জানতে পারেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় দলীয় নেতৃবৃন্দরা রশিদ মিয়াকে নিয়ে ময়মনসিংহ মেডিকেলে যান৷ ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক বাতেন এর অধীনে ৭ নং ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর সোমবার সফলতার সাথে তার পায়ের অপারেশন সম্পন্ন হয় এবং পায়ের পচনটুকু অংশ কেটা ফেলা হয়। সোমবার (৬ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক রাশিদ মিয়াকে হাসপাতাল থেকে রিলিজ দেন। এরপর দলীয় নেতাকর্মীরা রশিদ মিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন এবং ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে পরিবারটিকে খাদ্য সহায়তা দেয়া হয়। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় অসহায় মানুষের কথা ভাবে এবং তাদের পাশে দাঁড়াই । এরই ধারাবাহিকতায় আমি যখন জানতে পারলাম রাশিদ মিয়া গ্যাংগ্রিন রোগে আক্রান্ত এবং টাকার অভাবে তাঁর চিকিৎসা হচ্ছে না৷ এরপর আমরা তাঁর চিকিৎসার ব্যবস্থা করি। আসুন আমরা সবাই রাশিদ মিয়ার জন্য দোয়া করি আরো জানান বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাদশা ব্যারিস্টার কায়সার কামাল মহাদয় এই পরিবারের এক মাসের যাবতীয় বাজার উপহার হিসেবে পাঠানো হয়েছে, আরো যদি কিছু প্রয়োজন হয় ব্যারিস্টার কায়সার কামাল মহাদয় দেখবেন

মুক্তধ্বনি ডেক্স অক্টোবর ৬, ২০২৫ 0
হেমনগরে নারী ফুটবল প্রীতি ম্যাচে গোপালপুরের জয়

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী হেমনগর কলেজ মাঠে এক প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় হেমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় গোপালপুর উপজেলা নারী ফুটবল দল ও ধনবাড়ি উপজেলা নারী ফুটবল দল। খেলার মূল উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ ও সাফ চ্যাম্পিয়নশিপজয়ী গোলাম রব্বানী ছোটন। ম্যাচটির উদ্বোধন করেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জনাব গোলাম রোজ তালুকদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় গোপালপুর উপজেলা নারী ফুটবল দল ২-০ গোলে ধনবাড়ি উপজেলা নারী ফুটবল দলকে পরাজিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—এনায়েত করিম তালুকদার বাদল, উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ওয়াসা; হেমনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহের মাকসুদ; হেমনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম মেম্বার; ইউনিয়ন বিএনপি নেতা আমিনুর মেম্বার; যুবদলের সভাপতি জাহাঙ্গীর; সাধারণ সম্পাদক গিয়াস; গোপালপুর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম শিশিরসহ হেমনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ

মুক্তধ্বনি ডেক্স অক্টোবর ৩, ২০২৫ 0
ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রবীণ ঐক্য সমাজ কল্যান সংস্থা,  কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস শীর্ষক সেমিনার -২০২৫ অনুষ্টিত। ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ১লা অক্টোবর বুধবার  সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।  ময়মনসিংহ প্রবীন ঐক্য সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা শামীম খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে ও ডাঃ সবুজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন মোঃ সাইফুল ইসলাম,সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরায়রা । ফারজানা নুপুর এর সঞ্চালনায় আলোচনায় আরও অংশ গ্রহণ করেন সূর্য সেনা সংগঠনের পরিচালক তোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা মোঃ বাকী বিল্লাহ প্রমূখ।  

মুক্তধ্বনি ডেক্স অক্টোবর ২, ২০২৫ 0
এপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত

নোয়াখালীতে এপেক্স ক্লাবের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও ইয়াং টাইগার ক্লাবের সার্বিক সহযোগিতায় দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ বেগমগঞ্জের ৪নং আলাইয়ারপুরের সুজায়েতপুর ব্যাপারী বাড়ি সংলগ্নে সকাল থেকেই বিভিন্ন রোগের বিশেষজ্ঞ  ১৬জন ডাক্তারের সেবা নেয়ার জন্য রোগীদের ভীড় দেখা যায়।  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এপেক্স বাংলাদেশের সহসভাপতি এম বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। ক্লাব সভাপতি এপেক্সিয়ান সফি উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন      এপেক্স বাংলাদেশের এলজিপিএনপি ডাঃ জবিউল হোসেন।  ফ্রী মেডিকেল ক্যাম্পের চেয়ারম্যান এপেক্সিয়ান ডাঃ আমিনুল ইসলাম ও সদস্য সচিব এপেক্সিয়ান ইয়াসিন সুমন এর নির্দেশনায়  এসময় আরো উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পিএনএসডি এপেক্সিয়ান ডাঃ শরিফুল ইসলাম সহ ক্লাবের সদস্য ও বিভিন্ন ক্লাবের দায়িত্বশীলবৃন্দ   

মুক্তধ্বনি ডেক্স অক্টোবর ২, ২০২৫ 0
কালিহাতীতে দুর্গোৎসবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলার পরিদর্শন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দুর্গোৎসব উপলক্ষে পরিদর্শন করেছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা।  ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী তিনি প্রায় ১০টি মণ্ডপে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তা ও সুষ্ঠু উদযাপনের বিষয়ে আয়োজকদের খোঁজখবর নেন। ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক গুলশান সোসাইটি, ঢাকা এবং বর্তমানে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সফরকালে তিনি এলেঙ্গা রাধাকৃষ্ণ মন্দির, উজ্জয়িনি মহিলা পূজা পরিষদ, শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির (কেন্দ্রীয় নাটমন্দির মগড়া), মগড়া জাগ্রত যুবসংঘ পূজামণ্ডপ, হরি বাসর প্রাঙ্গণ পৌজান, কালোহা মধ্যপাড়া পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসব আজ সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রতীক হয়ে উঠেছে। কালিহাতীতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করছে, এটি আমাদের গৌরবের বিষয়।” এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন গোপাল চন্দ্র সাহা, সুমীর ধর, রতন কুমার দত্ত, সুজন দেবনাথ, তাপস চন্দ্র সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পূজামণ্ডপ পরিদর্শনকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। আয়োজকরা তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার এ সফর দুর্গোৎসব উদযাপনে অনুপ্রেরণা যোগাবে।  

মুক্তধ্বনি ডেক্স অক্টোবর ২, ২০২৫ 1
সুনামগঞ্জ রামকৃষ্ণ মিশনে শতাধিক হিন্দু মুসলিম নারীর মাঝে বস্ত্র বিতরন অনুষ্ঠানে ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এড.নুরুল ইসলাম

সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে ঘিরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কন্দ্রে করে প্রতিটি পূজামন্ডপে গিয়ে পূজারী ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও তার কর্মী সমর্থকরা। দূর্গাপূজার মহা-সপ্তমীতে সুনামগঞ্জে শতাধিক হিন্দু ও মুসলিম নারীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। মা দূর্গা কৈলাশ থেকে গড়ে চড়ে ধরাদামে(মানবকূলে) এসেছেন এবং দোলায় চড়ে তিনি আবারো কৈলাশে তার মায়ের গৃহে ফিরে যাবেন বলে হিন্দু শাস্ত্র মতে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা বিশ্বাস করেন।  আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রম শ্রী শ্রী দূর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশন পরিচালনা,সারদা সংঘ এবং বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের যৌথ সহযোগিতায় রামকৃষ্ণ মিশনে হাজাঁরো ভক্তবৃন্দেও পুষ্পাজ্ঞলী অর্পণ শেষে শতাধিক অহসায় ও হতদরিদ্র নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।  পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সভাপতি সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,রামকৃষ্ণ আশ্রমের হৃদয়ানন্দ মহারাজ,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,জেলা বিএনপির আহবায়ক সদস্য নাসিম উদ্দিন লাল,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, জেরা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.বিমান কান্তি রায়,রামকৃষ্ণ মিশনের সাধারন সম্পাদক চন্দন প্রসাদ রায়,বিপ্রেশ রায় বাপ্পী,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,প্রথম যুগ্ম আহবায়ক আব্দুর রহিম,পৌর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু । পরে নেতৃবৃন্দরা একে একে সুনামগঞ্জ শহরের দূর্গবাড়ি মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে কোশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর) আসনে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইনলাম নুরুলকে বিএনপির সম্ভাব্য ধানের শীষের প্রার্থী হিসেবে দেয়ার জন্য দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট দাবি জানান।   উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর(রোজ রবিবার) মহা-ষষ্টী পূজার মধ্যে দিয়ে পাচঁদিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আগামী ২ রা অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে ৫দিনব্যাপী দূর্গাপূজার কার্যক্রম। চলতি বছর সুনামগঞ্জ জেলা সদরসহ ১২টি উপজেলায় মোট ৪২৪টি পূজামন্ডপে দূর্গাপূজা শুরু হয়েছে। যা গতবছরের চেয়ে ২৪টি পূজামন্ডপে বেশী পূজা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তধ্বনি ডেক্স অক্টোবর ২, ২০২৫ 0
চট্টগ্রামকে নিয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বৈষম্যে মুলক আচরনের প্রতিবাদে,মানববন্ধন অনুষ্টিত।

 চট্টগ্রাম কে নিয়ে বাংলাদেশ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বৈষম্যে মুলক আচরনের  প্রতিবাদে, চট্টগ্রাম সচেতন নাগরিক মহলের ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে, নগরীর জামাল  চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।  এ সময় চট্টগ্রাম সচেতন নাগরিক মহল ছাড়াও এন,সি,পি নেতা, বিএনপি নেতা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ হাজার হাজার মানুষ উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে যোগদেয় এবং এ সময় বিভিন্ন প্রকার প্রতিবাদী স্লোগানে স্লোগানে একটি বিশাল প্রতিবাদী মঞ্চে পরিনত হয়।  এ সময় উপস্থিত বক্তারা বলেন, ইসলামী ব্যাংক কতৃপক্ষ আমার ভাইদের চাকরিচ্যুত করছে। তাদের কেউ কেউ ৭/৮ বছর পূর্বে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের মাধ্যমে  ইসলামী ব্যাংকে চাকরিতে ঢুকেছে। এখন ৭/৮ বছর পর কেন পরীক্ষা দেবে। আর সুধু মাত্র চট্টগ্রামের কর্মকর্তা কর্মচারিদের কে পুনরায় আবার পরীক্ষা দিতে হবে? এতে আমরা মনে করি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রামের মানুষের সাথে বৈষম্য মুলক আচরন করছে। আমরা চট্টগ্রামবাসী এমন বৈষম্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  সে সাথে চট্টগ্রামবাসী হওযায় যে সমস্ত কর্মকর্তা কর্মচারীদের কে চাকরিচ্যুত করা হয়েছে, সে সব কর্মকর্তা কর্মচারী সহ সকলের চাকরি পুণবহাল রাখার জোর দাবি জানাচ্ছি।  এ সময় উপস্থিত নেতারা আরো বলেন, ইসলামী ব্যাংক কতৃপক্ষ যদি আমাদের দাবী না মানে, প্রয়োজনে চট্টগ্রামের সবাই কে সাথে নিয়ে আন্দোলন আরো জোরদার ও কঠিন কর্ম সুচির হুশিয়ারি দেন। জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেল তিন টায়  দক্ষতা মুল্যায়ন পরীক্ষা নামে, একটি পরীক্ষার আয়োজন করে ব্যাংক কতৃপক্ষ। এতে সাড়ে ৫ হাজারের মত ব্যাংক কর্মকর্তা পরীক্ষা অংশ গ্রহন করার কথা থাকলেও হাতে গুনা মাত্র ১ দেরশ ছারা কেউ পরীক্ষায় অংশ গ্রহন করেন নি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এই পরীক্ষা স্থগিত রাখার জন্য তারা  হাইকোর্টে আগেই পিটিশন দিয়েছে তারা। মহামান্য হাইকোর্ট তাদের পক্ষে রায় দেন। তারা আইন কে শ্রদ্ধা করে, মহামান্য হাইকোর্টের রায় মেনে পরীক্ষায় অংশ গ্রহন থেকে বিরত ছিলেন বলে  জানান

মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ৩০, ২০২৫ 0
ভূঞাপুর রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এর মায়ের ইন্তেকাল

ভূঞাপুর  (টাঙ্গাইল) প্রতিনিধি  টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ হাদী চকদার এর মা চায়না বেগম (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার  মৃত্যু হয়। চায়না বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায়  উপজেলার ছাব্বিশা কবরস্থানে  মাঠে মরহুমার জানাজা নামাজ শেষে  তাকে দাফন করা হয়। এদিকে চায়না বেগমের মৃত্যুতে ভূঞাপুর রির্পোটার্স ইউনিটি, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।  

মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ৩০, ২০২৫ 0
মা-মাটি-মানুষের নেতা মোহাম্মদ মাসুদ: ঢাকা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী

ঢাকা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন, “আমার লক্ষ্য একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও মাদকমুক্ত কেরানীগঞ্জ গড়া। এ অঞ্চলের প্রতিটি মানুষ যেন নিরাপদে, স্বাধীনভাবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে—সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার।” মোহাম্মদ মাসুদ জোর দিয়ে বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণ যাতে নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারে, সেই অধিকার নিশ্চিত করতে হবে। “আমার ভোট আমি যাকে খুশি তাকেই দেব—এই মৌলিক অধিকার রক্ষায় কোন আপস করা যাবে না,” তিনি যোগ করেন। তিনি বিগত সরকারের শাসনব্যবস্থাকে “ফাঁসিবাদী ও স্বৈরাচারী” আখ্যায়িত করে অভিযোগ করেন যে, তাদের আমলে দেশ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। দেশ-বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। মোহাম্মদ মাসুদ বলেন, “যারা দেশে বিশৃঙ্খলা করছে, যারা গণহত্যা চালিয়েছে—তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করলেই দেশের মানুষ শান্তি ফিরে পাবে।” কেরানীগঞ্জের উন্নয়ন ও আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জনগণের সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও আস্থা পেলে কেরানীগঞ্জকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও গণতান্ত্রিক অঞ্চলে পরিণত করব।

মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ২৯, ২০২৫ 0
ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ ২৭সেপ্টেম্বর শনিবার  সন্ধ্যায়  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি শ্রী শ্রী দশভূজা বিগ্রহ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।  পরিদর্শনকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, শারদীয় দুর্গাপূজা উদযাপন কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপদেষ্টা পূজা উদযাপন কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি এসময় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে আশ্বস্ত করেন

মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ২৮, ২০২৫ 0
প্রশাসনকে কৃষকের গরু চুরি বন্ধ করতে হবে: কাপাসিয়ায় কৃষক দলের সভায় ফকির ইসকান্দার আলম জানু ।

কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধিঃ কৃষক এদেশের অর্থনীতির মেরুদন্ড। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বাংলাদেশের উন্নয়নের মূল ভিত্তি কৃষি, আর কৃষির প্রাণ হলো কৃষক। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের প্রাধান্য দিয়ে গ্রামীণ উন্নয়ন, স্বনির্ভরতা, এবং উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়েছিলেন। কিন্তু আজ আমার কাপাসিয়ার প্রিয় কৃষক ভাইদের দুঃখের শেষ নেই, তাদের সহায় সম্বল একমাত্র হালের গরু। এ নিয়েও তাদের চোখে আজ ঘুম নেই। প্রতিনিয়ত একের পর এক বাড়ছে গরু চুরির ঘটনা। একমাত্র অবলম্বন হারিয়ে কৃষকরা হচ্ছেন অসহায় সর্বহারা। কিছুতেই গরু চুরি কমছে না। কাজেই আমি প্রশাসনকে হুশিয়ার করে বলতে চাই, যেকোনো মূল্যে কাপাসিয়ার গরু চুরি বন্ধ করতে হবে। সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ'র ৯ম মৃত্যু বার্ষিকী স্মরণসভা উপলক্ষে আয়োজিত উপজেলার তরগাঁও ইউনিয়ন কৃষক দলের প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু। গতকাল ২৬ সেপ্টেম্বর শুক্রবার তরগাঁও পাখরি বাজারে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। তরগাঁও ইউনিয়ন কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ শিপন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সিহাব বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহাগ মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান সোহাগ বেপারী, উপজেলা কৃষকদলের আহবায়ক মো: মজিবুর রহমান টিক্কা খান, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান প্রধান, সদস্য সচিব মোঃ ফোরকানুল ইসলাম ফকির মুকুল প্রমুখ। এ সময় ইউনিয়ন কৃষক দলের অসংখ্য নেতাকর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি সভাকে প্রানবন্ত করে তুলে। প্রধান অতিথি ফকির ইস্কান্দার আলম জানু আরো বলেন, ব্রিগেডিয়ার জেনারেল অব: আ স ম হান্নান শাহ'র সুযোগ্য উত্তরসূরি শাহ রিয়াজুল হান্নান দুর্নীতির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি ঘোষণা করেছেন। যারা দুর্নীতি করবে তাদের পায়ে শিকল পড়িয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং কাপাসিয়া বাসীর উন্নয়ন করতে আগামী নির্বাচনে শাহ রিয়াজুল হান্নানকে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ২৭, ২০২৫ 1
আসছে বংশীবাদক শেখ সোলায়মানের মৌলিক গান ‘চলছে গাড়ী যাত্রাবাড়ী’

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাজীপুর গ্রামের বংশীবাদক শেখ সোলায়মান আসছেন নিজের প্রথম একক মৌলিক গান নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বাঁশি বাজিয়ে ও খালি গলায় গান গেয়ে পরিচিতি পাওয়া এই শিল্পীর নতুন গান প্রকাশ পেতে যাচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর, শনিবার। গানটি শোনা যাবে তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেল “Sheikh Solayman”-এ। গানটির শিরোনাম ‘চলছে গাড়ী যাত্রাবাড়ী’। এর কথা ও সুর করেছেন (প্রচলিত) সচল পাগল সুজন। সংগীতায়োজন করেছেন পূর্ণ মিলন এবং রেকর্ডিং হয়েছে রিঙ্কু স্টুডিওতে। শিল্পী শেখ সোলায়মান বলেন, > “এটি ফোক ধাঁচের একটি গান। আমি এই গান নিয়ে আশাবাদী, শ্রোতাদের ভালো লাগবেই।” গীতিকার পাগল সুজন জানান, > “এটি একটি জীবনমুখী গান। আশা করি গানটি সবার ভালো লাগবে।” গানটি নিয়ে লালঁচান ও পাপ্পু ফকির বলেন, > “গানটির কথা সুন্দর, আর শেখ সোলায়মান দারুণ গেয়েছেন।” রাজু মন্ডল যোগ করেন, > “সোলায়মান বাঁশির মতোই সুন্দর গাইছেন গানটা।” সম্প্রতি গানটির এক মিনিটের টিজার সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন শেখ সোলায়মান। শিগগিরই প্রকাশ পাবে গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও।  

মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ২৫, ২০২৫ 0
তামাককে না বলি, নিরাপদ সমাজ গড়ি – রাঙামাটিতে পার্বত্য ছাত্র ফোরামের বিক্ষোভ

তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করে পরিবেশ ধ্বংস করা হচ্ছে—এ অভিযোগ তুলে “তামাক চাষ বন্ধ চাই, নিরাপদ সমাজ চাই” প্রতিপাদ্যে বিক্ষোভ কর্মসূচি করেছে পার্বত্য ছাত্র ফোরাম, রাঙামাটি জেলা শাখা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম ও মিনহাজ মুরশিদ। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তাজুল ইসলাম তাজ। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, পারভেজ মোশাররফ হোসেন, সদস্য জাহিদুল ইসলাম রনি, রিয়াজুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, তামাক চাষের ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, বন ও পাহাড় উজাড় হচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হয়ে খাদ্য সংকটের ঝুঁকি তৈরি হচ্ছে। তামাক শুকাতে বিপুল পরিমাণ কাঠ পোড়ানোর কারণে বায়ুদূষণও বাড়ছে। এক সমীক্ষার তথ্য তুলে ধরে তারা জানান, পৃথিবীর মোট বন ধ্বংসের ২-৩ শতাংশের জন্য তামাক চাষ দায়ী। তাই পার্বত্য চট্টগ্রামে আইন করে এ ক্ষতিকর চাষ বন্ধ করা জরুরি। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, পরিবেশ ধ্বংসকারী তামাক চাষ বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ২৪, ২০২৫ 0
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিপীড়িত নাগরিক সমাজের গণথাব্রানো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাবেচায় কোটি টাকার দুর্নীতির অভিযোগে বর্তমান পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের অপসারণের দাবি উঠেছে। এ দাবিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে  গণথাব্রানো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে নিপীড়িত নাগরিক সমাজের ও কুমিল্লার ছাত্র-জনতা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালের ওষুধপত্র (এমএসআর) গ্রুপে প্রায় পাঁচ কোটি টাকার কেনাকাটায় বড় অংকের অনিয়ম হয়েছে। বিশেষ করে ইনজেকশন পেনটোথাল সোডিয়াম (১ গ্রাম পানিসহ) ৪ হাজার ভায়েল ক্রয় করা হয়েছে এক হাজার ২৯৯ টাকা দরে, যেখানে খুচরা বাজারে এর মূল্য মাত্র ১০১ টাকা। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৪৭ লাখ ৯২ হাজার টাকা। অথচ সরকারি নীতিমালায় এমআরপি দরের বাইরে ওষুধ কেনার সুযোগ নেই। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বরং, প্রতিবারই নতুন নতুন দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এ পরিস্থিতিতে জনস্বার্থে পরিচালকসহ দুর্নীতির সঙ্গে জড়িত চিকিৎসক ও কর্মচারীদের অবিলম্বে অপসারণের দাবি জানান তারা। নিপীড়িত নাগরিক সমাজের সদস্য সচিব ও ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক ফারুক আল নাহিয়ানের সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাশেদুল হাসান, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মো. সামদানী, ইনকিলাব মঞ্চ কুমিল্লার ডা. বশির আহমেদ, ডা. ইমরান, আফজাল হোসেন, ওমর ফারুখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য খালিদ হোসেন, আব্বাসউদ্দিনসহ ভুক্তভোগী ও এলাকাবাসী।  

মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ২৪, ২০২৫ 0
সুনামগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের অংশগ্রহণে এক কর্মশালা সভা।  মঙ্গলবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের আওতায় শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী হল রুম এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পিস এম্ব্যাসেডর নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের এমএন্ড ই, সিার্চ এন্ড নলেজ ম্যানেজম্যান্ট অফিসার ফাতেমা মাহমুদা, মোঃ সায়েদুল ইসলাম, এ এস এম আতক। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর একে কুদরত পাশা। সভায় বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিকসহ সকল মহলের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এফসিডিও’র অর্থায়নে পরিচালিত মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত সভায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।  ফাতেমা মাহমুদা বলেন, “বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত, প্রতিরোধ ও প্রশমনের মাধ্যমে একটি সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই এমআইপিএস প্রকল্পের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, দেশের ২৭টি জেলার ৭৪টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সাংবাদিকরাও এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীদার। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এডভোকেট খলিল রহমান বলেন, “গণমাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, তবে তারা শান্তি রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। সাংবাদিকরা বলেন, “শান্তি ও সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক দল ও প্রশাসনের মধ্যে সমন্বয় প্রয়োজন। পাশাপাশি সংলাপের মাধ্যমে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” “এমআইপিএস প্রকল্পে রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতার পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং ইস্যুগুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন।” সভা থেকে আরও উঠে আসে তথ্য যাচাই, গবেষণাভিত্তিক প্রতিবেদন তৈরি, সাংবাদিকদের পেশাদারিত্ব বৃদ্ধি ও প্রশিক্ষণ আয়োজনের নানা প্রস্তাবনা।  বক্তারা একমত পোষণ করেন যে, শান্তি ও সম্প্রীতির সমাজ গঠনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য, এবং এই লক্ষ্য অর্জনে সকল মহলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সভায় এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ২৪, ২০২৫ 1
ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন

 ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর জমকালো ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার  বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারাকান্দা উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।  সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়ারদের হাতে তোফি ও পুরস্কার তুলে দেন।  ফাইনাল খেলায় ঈশ্বরগঞ্জ দলের খেলোয়াড়দের টেকনিক্যাল পারফরম্যান্স, গোছানো পাস ও দারুণ গোল দুটো দর্শকদের নজর কাড়ে। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে ঈশ্বরগঞ্জ, যার ফলে আসে দুই অর্ধেই এক করে মোট দুটি গোল অর্জন।   অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উপস্থিত দর্শক,ক্রিয়া সংগঠক ও প্রশাসনিক কর্মকর্তাগন ম্যাচটি উপভোগ করেন।  আয়োজকরা জানান খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করতে ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ই আয়োজনে প্রধান লক্ষ্য

মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ২৪, ২০২৫ 0