পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ইসলামাবাদে “বিশ্বস্ত গোয়েন্দা তথ্য” রয়েছে যে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে। কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
বুধবার ভোরে এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে তারার বলেন, “ভারত পাহেলগামে পর্যটকদের উপর হামলাকে অজুহাত বানিয়ে পাকিস্তানে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে।”
এই হামলায় অন্তত ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন।
তবে পাকিস্তানি মন্ত্রী কোনো প্রমাণ উপস্থাপন করেননি এবং ভারতের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আতাউল্লাহ তারার হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারতের যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে। এর পরিণতির সম্পূর্ণ দায়ভার ভারতকেই নিতে হবে।”
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও রয়টার্সকে জানিয়েছেন যে, ভারতের একটি সামরিক অভিযান "অনিবার্য" এবং এটি যে কোনো সময় শুরু হতে পারে।
তিনি আরও বলেন, “পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে, তবে পারমাণবিক অস্ত্র তখনই ব্যবহার করা হবে যখন আমাদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি তৈরি হবে।”
পাহেলগাম হামলার পর, দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। ভারত পাকিস্তানি বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে, পাকিস্তানও একই পদক্ষেপ নিয়েছে। এছাড়াও, ভারত ইন্দাস জলচুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করেছে, যা দুই দেশের মধ্যে নদীর পানিবন্টনের গুরুত্বপূর্ণ চুক্তি।
এ নিয়ে পাকিস্তানে ব্যাপক প্রতিবাদ হয়েছে এবং ইসলামাবাদ জানিয়েছে যে, ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নিচ্ছে।
এদিকে, লাইন অব কন্ট্রোল (LoC)-এ গুলি বিনিময় অব্যাহত রয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন। তিনি দুই নেতাকে “সংঘর্ষ এড়িয়ে চলা এবং শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর হওয়ার” আহ্বান জানান।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন