ঢাকা, সোমবার, মে ১৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
HTML tutorial

হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী (রহঃ) এর নসিহত।

মাওলানা মোঃ ইমাম হোসেন

প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৪:২১ পিএম

হাকীমুল উম্মত  হযরত মাওলানা  আশরাফ আলী থানবী (রহঃ) এর নসিহত।

১.খাহেশাত এবং রাগের বশবর্তী হয়ে কনো কাজ করবে না।

২.কোনো কাজে তাড়াহুড়া করবে না।এটা অত্যন্ত খারাপ,শয়তানের কাজ।

৩.গীবত (অন্যের সমালোচনা)একেবারে ছেড়ে দিবে।

৪.পরামর্শ ছাড়া কোনো কাজ করবে না।

৫.বেশী কথা বলবে না যদিও মুবাহ বিষয়ে হয়।

৬.মানুষের সাথে অযথা মেলামেশা করবে না।

৭.খানা -পিনা এবং কামভাব পূরণে (স্ত্রী মিলন)যথা সম্ভব নিয়ন্ত্রন করে চলবে।অর্থাৎ প্রয়োজন ব্যতীত গ্রহণ করবে না।

৮.কর্কশ মেজাজী হবে না বরং নম্র ও ভদ্র হবে।

৯.খানা -পিনা, পোশাক -পরিচ্ছদ ও কথা -বার্তায় কোন প্রকার তাকাল্লুফী করবে না।

১০.বিশিষ্ট আলেমদের জন্য উচিত যেন শাসকদের সাথে মেলামেশা না করে।বিশেষ করে দুনিয়া হাসিলের উদ্দেশ্যে তবে যথা সম্ভব তাদের বিরুদ্ধাচারন করবে না।

১১.মুআমালাত (লেনদেন)পরিষ্কার রাখবে।

১২.জবানকে খুব হেফাজত করবে।

১৩.হক্বের অনৃুসরন করবে,নিজের কথা বা মতের উপর জমে থাকবে না।

১৪.সম্পর্ক বেশী বাড়াবে না।

১৫.কারো দুনিয়াবী কাজে দখল দারী করবে না।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকেই এই নসিহত গুলো মেনে চলে আমল করার জন্য তৌফিক দান করুন। (আমীন)

alo