ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হযরত ইব্রাহিম আদহাম রহ.এর বাণী

মুফতি আহমাদ আলী

প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২৩, ০৪:২৭ এএম

HTML tutorial
হযরত ইব্রাহিম আদহাম রহ.এর বাণী
HTML tutorial

১.কখনো পাপ কাজ হয়ে গেলে খাবার গ্রহণ করবে না। কেননা পাপীর জন্য আল্লাহর নেয়ামতের স্বাদ গ্রহণ মোটেই সমীচিন নয়। 
২.পাপ কাজ করার ইচ্ছে হলে খোদায়ী রাজত্ব থেকে বেরিয়ে যাও। কেননা কারো এলাকায় অবস্থান করে তার নাফরমানি করা অনুচিত। 
৩.এমন জায়গায় গিয়ে পাপ কর, যেখানে আল্লাহ তোমাকে দেখবেন না।কারণ তার চোখের সামনে তার নাফরমানি নির্লজ্জতা ছাড়া কিছুই নয়।

৪.যখন মালাকুল মওত শিয়রে উপস্থিত হবে,তার নিকট থেকে চেয়ে কিছু সময় নিয়ে নাও।যদি তা সম্ভম না হয় তাহলে মৃত্যুর পূর্বই সঠিক ভাবে তওবা করে নাও।  
                             

৫.কবরে নিজের নিকট মুনকার -নাকীরকে আসতে দিওনা। এটা সম্ভব না হলে উত্তরের জন্য প্রস্ততি গ্রহণ করতে থাক।


৬.কেয়ামতের ময়দানে আল্লাহ তা য়ালা গুনাহগারকে জাহান্নামে যেতে বললে তখন তুমি তা প্রত্যাখান কর।এমন হিম্মত না হলে এখন থেকেই গুনাহ পরিত্যাগ করতে থাক। 

HTML tutorial
HTML tutorial