ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

অপরাধী ও অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না: সচিব কামরুজ্জামান চৌধুরী

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে, ২০২৫, ১১:৩২ পিএম

অপরাধী ও অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না: সচিব কামরুজ্জামান চৌধুরী
HTML tutorial

অপরাধী ও অন্যায়কারীকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, "এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদী হতে হবে। তবেই অপরাধ প্রবণতা কমে আসবে।"

তিনি আরো বলেন, "গত ১৭ বছরে প্রশাসনে যেসব অন্যায় ও অনিয়ম হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দেশ সংস্কারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

তিনি এসব কথা বলেন শুক্রবার (তারিখ উল্লেখ করতে পারেন) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে। একলাশপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এবং সচিব পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ কামরুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একলাশপুর ইউনিয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক ও নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ টিপু সুলতান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান

  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডিন ড. মহিনুজ্জামান

  • বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ইকবাল হোসেন বাবু

  • রাজশাহী বিভাগের ডেপুটি ইন্সপেক্টর অফ পুলিশ ড. মোঃ শাহজাহান

  • চরজব্বার কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান সাজু

  • কবিরহাট সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসমাইল হোসেন

  • একলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান

  • চৌমুহনী সরকারি এস.এ কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মোঃ অহিদুল আলম

  • প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি, নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মামুন HTML tutorial

  • পারটেক্স গ্রুপের ডিজিএম শামীম উদ্দিন

  • একলাশপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল বাহার বাবুল

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের পেশাজীবী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial