নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস উদযাপন করা হয়েছে।
বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে শ্রম কল্যাণ কেন্দ্র, শ্রম অধিদপ্তর এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ট্রাক, কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান।
তিনি তার বক্তব্যে শ্রমিক কল্যাণে শ্রমবান্ধব আইন আরও কার্যকর করার আহ্বান জানান এবং শ্রমিকদের ন্যায্য দাবিসমূহ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মিনিবাস মালিক ইউনিয়নের সভাপতি নুরুল আলম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম,
জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি আমিরুল বাসার মান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে তারা মূল অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দাউম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, কার্যনির্বাহী সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন